বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ।। ১১ বৈশাখ ১৪৩১ ।। ১৫ শাওয়াল ১৪৪৫


১৫০ আসনে বিএনপির একক প্রার্থী তালিকায় যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ১৫০ আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে বলে জানা গেছে। বিভিন্ন সূত্রে গণমাধ্যমে প্রকাশিত তালিকায় বিএনপির হেভিওয়েট প্রার্থীরাসহ আছেন জনপ্রিয়রা।

জানা গেছে, চূড়ান্ত হওয়া এসব প্রার্থীদের আজ কালের মধ্যে চিঠি দেয়া হবে। জোটের সঙ্গে আসন বণ্টন চূড়ান্ত হওয়ার পর বাকিদের চূড়ান্ত করবে দল।

আগামী ৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। তাই ৮ তারিখের মধ্যেই বিএনপিকে ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করতে হবে।

চূড়ান্ত হওয়া প্রার্থীদের আসনে ঐক্যফ্রন্ট ও ২০ দলের প্রার্থী নেই বলে জানিয়েছে বিএনপি।

জানা যায়, যেসব আসনে দলের স্থায়ী কমিটির সদস্য রয়েছেন সেগুলোর বেশিরভাগেই একক প্রার্থী দিয়েছে বিএনপি।ওই সব আসন প্রার্থী চূড়ান্ত।

কোনো কোনো আসনে বিএনপির প্রার্থী টানা কয়েকবার জয়ী হয়েছেন। এখনও প্রার্থী ইমেজ অক্ষুন্ন রেখেছেন তাদের একক প্রার্থী চূড়ান্ত করেছে দলটি।

জানা গেছে একক প্রার্থী চূড়ান্তের তালিকায় রয়েছেন, ঠাকুরগাঁও-১ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কুমিল্লা-২ ড. খন্দকার মোশাররফ হোসেন, নোয়াখালী-৫ ব্যারিস্টার মওদুদ আহমদ, নরসিংদী-২ ড. আবদুল মঈন খান, ঢাকা-৩ গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা-৮ মির্জা আব্বাস, চট্টগ্রাম-১১ আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম-১০ আবদুল্লাহ আল নোমান।

সিরাজগঞ্জ-২ ইকবাল হাসান মাহমুদ টুকু/ রুমানা মাহমুদ, ভোলা-৩ মেজর (অব.) এম হাফিজউদ্দিন আহমেদ, ঢাকা-২ ইরফান আমান, নোয়াখালী-৩ বরকতউল্লাহ বুলু, নোয়াখালী-৪ মো. শাহজাহান, কক্সবাজার-১ হাসিনা আহমেদ, মুন্সীগঞ্জ-১ শাহ মোয়াজ্জেম হোসেন, মুন্সীগঞ্জ-২ মিজানুর রহমান সিনহা, নরসিংদী-১ খায়রুল কবির খোকন, বরিশাল-৫ মজিবর রহমান সারোয়ার প্রমুখ।

নোয়াখালী-১ আসনে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, নোয়াখালী-২ জয়নুল আবদীন ফারুক, নোয়াখালী-৬ ফজলুল আজিম, লক্ষ্মীপুর-২ আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুর-৩ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, চট্টগ্রাম-৯ ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-১৬ জাফরুল ইসলাম চৌধুরী, মৌলভীবাজার-৩ নাসের রহমান, সিলেট-২ তাহমিনা রুশদীর লুনা, পঞ্চগড়-১ ব্যারিস্টার নওশাদ জমির, লালমনিরহাট-৩ আসাদুল হাবিব দুলু।

রাজশাহী-২ মিজানুর রহমান মিনু, নাটোর-২ সাবিনা ইয়াসমিন ছবি, ঝালকাঠি-১ ব্যারিস্টার শাহজাহান ওমর, ময়মনসিংহ-১ এমরান সালেহ প্রিন্স, মেহেরপুর-১ মাসুদ অরুণ, চুয়াডাঙ্গা-১ শামসুজ্জামান দুদু, যশোর-৩ অনিন্দ্য ইসলাম অমিত, মাগুরা-২ নিতাই রায় চৌধুরী, কিশোরগঞ্জ-৬ শরীফুল আলম।

খুলনা- ২ নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-৪ আজিজুল বারী হেলাল, পটুয়াখালী-১ আলতাফ হোসেন চৌধুরী, পটুয়াখালী-৪ এবিএম মোশাররফ হোসেন, গাজীপুর-৫ ফজলুল হক মিলন, গাজীপুর-১ চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, ফরিদপুর-২ শ্যামা ওবায়েদ, ফরিদপুর-৩ চৌধুরী কামাল ইবনে ইউসুফ প্রমুখ।

প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছেন ৩১৮ জন

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ