শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


যেকোনো মূল্যে প্রশ্নফাঁস রোধ করা হবে: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যেকোনো মূল্যে প্রশ্নফাঁস রোধ করা হবে। অতীতে যারা প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত ছিল, তারা যদি সামনে একই কাজের পুনরাবৃত্তি করতে চায় তাদেরকে আইনের আওতায় এনে যথাযথ শাস্তি দেয়া হবে বলে জানান নতুন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর মেডিকেল কলেজের প্রথমবর্ষে ভর্তিকৃত এমবিবিএস কোর্সের শিক্ষার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

সেমসয় প্রশ্নফাঁস রোধে অভিভাবক ও শিক্ষার্থীদের সহায়তা চান নতুন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি আরো বলেন, গত ১০ বছরে শিক্ষা ক্ষেত্রে সরকারের অনেক সাফল্য রয়েছে। সামনের দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় সকলের সহযোগিতা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় কাজ করবে।

চাঁদপুর মেডিকেল কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের পরিচিতি সভায় নতুন শিক্ষার্থীদের উদ্দেশে দীপু মনি বলেন, এখানে পড়াশুনা করতে করতে অনেকেরই মনে হতে পারে, কেন মেডিকেলে পড়তে আসলাম। কিন্তু যখন এখান থেকে তোমরা পাস করে বের হবে, তখন তোমরা অনেক কিছুই অর্জন করে বের হবে।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার মুহা. মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদসহ আরো অনেকে।

এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ