শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি ইহুদিদের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: ইথিওপিয়ার ফ্লাসা নামের প্রসিদ্ধ ইহুদিরা ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছে।

গত সপ্তাহে ইসরায়েলি পুলিশের হাতে এ গোত্রের যুবকের নিহত হওয়া ঘটনাকে কেন্দ্র করে ফ্লাসা ইহুদিরা তেল আভিভে এই বিক্ষোভ প্রদর্শন করেছে।

আল আলামের বরাতে জানা যায়, ফ্লাসা ইহুদিরা দাবী করেছে, দখলদার ইসরায়েলি তাদের সাথে দুর্ব্যবহার করেছে। গতকাল সহস্রাধিক প্রতিবাদী দখলদার ইসরাইলি পুলিশের বিরুদ্ধে শ্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে।

এ বিক্ষোভের ফলে তেল আভিভের আশেপাশের এলাকায় ভিড় দেখা দেয়। বিক্ষোভের কারণে ইসরায়েলের পুলিশ অনেক রাস্তা বন্ধ করে দেয়।

দশ দিন আগে ইহুদা ইবাদজা নামের ২৪ বছর বয়সী ইথিওপিয়ান যুবক ব্যাট ইয়াম শহরে ইসরায়েলি পুলিশের গুলিতে নিহত হয়। এর প্রতিবাদ জানিয়ে ফ্লাসা ইহুদিরা তেল আভিভে এ বিক্ষোভ প্রদর্শন করেছে।

উল্লেখ্য, ইথিওপিয়ায় বসবাসকারী ইহুদিদের ফ্লাসা ইহুদি বলা হয়। এদেরকে বানি ইসরায়েলের প্রজন্ম বলে বিবেচনা করা হয়।

তবে তাদের উৎপত্তি ও তাদের পূর্বপুরুষদের সম্পর্কে গবেষকগণ বিভিন্ন মতামত প্রকাশ করেছেন। তারা নিজেদেরকে সাবা রানি বিলকিসের প্রজন্ম বলে মনে করে। সেই অনুযায়ী, তারা তাদের প্রজন্মকে হযরত দাউদ আ. এর পর্যন্ত পৌঁছাতে চায়।

ফ্লাসা ইহুদিরা দখলদার ইসরায়েলের সাথে হাত মেলায়নি। অধিকাংশ ইহুদিরা তাদেরকে ইহুদি বলে গ্রহণ করে না।

ইথিওপিয়ার উত্তর-পশ্চিম দিকের হ্রদের কাছে এ গোষ্ঠীর বসবাস। তাদের প্রধান কাজ হচ্ছে কৃষি ও পশু খামার।

১৯৫০ সাল থেকে এ পর্যন্ত প্রায় ৯০ হাজার ফ্লাসা ইহুদি (প্রায় ৮৫ শতাংশ) ইথিওপিয়া ত্যাগ করে ফিলিস্তিনে ঘাটি জমিয়েছে।

ইহুদি এজেন্সি কর্মকর্তাদের দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতির ফলে তরা নিজ দেশ ত্যাগ করে ইসরায়েলে পাড়ি জমায়। ফ্লাসা ইহুদিদের জীবন যাত্রার মান, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি ইসরায়েলের অন্যান্য নাগরিকদের তুলনায় খুব দুর্বল উল্লেখ করা হয়।

-এটি


সম্পর্কিত খবর