বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


তৃণমূল থেকে দল পুনর্গঠন করতে হবে: মওদুদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আন্দোলন ছাড়া কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি অসম্ভব বলে উল্লেখ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট আয়োজিত ‘খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং চলমান পরিস্থিতিতে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন ব্যারিস্টার মওদুদ আহমদ।

জ্যেষ্ঠ এই বিএনপিনেতা বলেন, আমাদের এখন সবচাইতে বেশি প্রয়োজন, আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়ানো।

এদের পুনর্বাসন করতে হবে। দলকে পুনর্গঠন করতে হবে একেবারে তৃণমূল পর্যায় থেকে। এই পুনর্গঠন ও পুনর্বাসন যদি আমরা করতে পারি তাহলে দেশের মানুষের মধ্যে বিস্ফোরণ ঘটবে, আন্দোলন হবে, এ সরকারের পতন ঘটবে।

মওদুদ আহমদ আরো বলেন, এ সরকার এবার নজিরবিহীন ভোট ডাকাতি করেছে। আর এই ভোট ডাকাতির জন্য কোটি কোটি নগদ টাকা বিলিয়েছে মাঠ পর্যায়ে প্রশাসনের কাছে। এর মাধ্যমে দেশকে রাজনীতিশূন্য করেছে সরকার। ‘তবে এই শূন্যতা খুব বেশিদিন থাকবে না’ বলেও মনে করেন তিনি।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ