বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


চলাফেরা করতে পারছেন না বেগম জিয়া: রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঠিকমতো চলাফেরা করতে পারছেন না বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রবিবার সাড়ে ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

তিনি জানান, বৃহস্পতিবার খালেদা জিয়াকে আদালত নামের কারাগারে আলো-বাতাসহীন ছোট্ট একটি রুমে নিয়ে এক ঘণ্টা বসিয়ে রাখা হয়। বেগম খালেদাজিয়ার অসুস্থতা দিন দিন বাড়ছে কিন্তু তাকে চিকিৎসা দেয়া হচ্ছে না।

রিজভী জানান, চোখে প্রচণ্ড ব্যথা, পা ফুলে গেছে। নির্যাতন সহ্য করতে গিয়ে তার পূর্বের অসুস্থতা এখন আরো গুরুতর আকার ধারণ করেছে। তাকে বিশেষায়িত হাসপাতালের সুবিধা ও ব্যক্তিগত বিশেষজ্ঞ ডাক্তারদের দ্বারা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা থেকেও বঞ্চিত করা হচ্ছে।

রিজভী আরও জানান, এই রকম শারীরিক অসুস্থতার মাঝে অমানবিকভাবে কারাগারের ভেতরে স্থাপিত ছোট্ট কক্ষের ‘ক্যাঙ্গারু আদালতে’ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ঘন ঘন হাজির করা হচ্ছে।

মূলত খালেদা জিয়াকে আদালতে হাজির করার নামে টানাহেঁচড়া করে নির্যাতন করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ