শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


ইজতেমা সফলে ৩ সিদ্ধান্ত বেফাক সভায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্ব ইজতেমা সফলে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাক-এর জরুরি পরামর্শ সভায় তিনটি সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির সহ-সভাপতি মাওলানা মুসলেহ উদ্দিন রাজু। রবিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শুরু হওয়া এ সভা বেলা ২টার দিকে শেষ হয়।

মাওলানা মুসলেহ উদ্দিন জানান, ইজতেমা সফলে তিন সিদ্ধান্ত হয়েছে। প্রথম সিদ্ধান্ত হলো, ইজতেমায় ওলামা-মাশায়েখ, মাদ্রাসা, স্কুল-কলেজ-ভার্সিটির ছাত্র-শিক্ষকসহ সর্বস্তরের মুসলমানের বিপুল অংশগ্রহণ নিশ্চিত করা।

দ্বিতীয় সিদ্ধান্ত হলো, কাদিয়ানি সম্প্রদায়ের ইজতেমা বন্ধের পাশাপাশি তাদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা। তৃতীয় সিদ্ধান্ত হলো, ভারতের তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা সাদ কান্ধলভীকে বাদ দিয়েই ইজতেমা অনুষ্ঠান এবং এক্ষেত্রে সরকারের সহযোগিতা নেওয়া।

বেফাকের সিনিয়র সহসভাপতি আল্লামা আশরাফ আলীর সভাপতিত্বে মিটিংয়ে অংশগ্রহণ করেন মাওলানা নূর হোসাইন কাসেমী, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা নূরুল ইসলাম, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা মুসলেহ উদ্দীন রাজু এবং বেফাকের মহাসচিব মাওলানা আব্দুল কুদ্দুস, সহকারী মহাসচিব মাওলানা মাহফুজুল হক ও বেফাকের মহাপরিচালক মাওলানা জুবায়ের আহমদ চৌধুরী প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ