শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


দেশে অশ্লীল চলচ্চিত্র নির্মাণ বন্ধে তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের চলচ্চিত্র জগতে অশ্লীল চলচ্চিত্র নির্মাণ, প্রদর্শন ও ভিডিও পাইরেসি বন্ধ করতে তথ্য মন্ত্রণালয় একটি টাস্কফোর্স গঠন করেছে বলে খবর পাওয়া গেছে।

এ টাস্কফোর্স পর্ণ বা অশ্লীল ভিডিও এবং পাইরেসির কারণে সিডি ও ভিডিও জব্দ করে থাকে। এছাড়া দায়ীদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার করে থাকে। বলছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

গতকাল সোমবার জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

মন্ত্রী আরো বলেন, দেশীয় সৃষ্টিশীল চলচ্চিত্র নির্মাণে উৎসাহিত করার জন্য প্রতিবছর পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের লক্ষ্যে সরকার অনুদান দিয়ে থাকে।

গত ২০১৭-১৮ অর্থবছরে ৫টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য ২ কোটি ৮০ লাখ টাকা ও ৬টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য ৬০ লাখ টাকাসহ সর্বমোট ৩ কোটি ৪০ লাখ টাকা সরকারি অনুদান দেয়া হয়েছে বলে জানান তিনি।

২০১৮-১৯ অর্থবছরে অনুদান প্রদানের বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান তথ্যমন্ত্রী।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ