শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


আল্লামা আরশাদ মাদানির সুস্থতায় ভারতজুড়ে দোয়ার এন্তেজাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তাওহীদ আদনান
ইন্ডিয়া থেকে

জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি আল্লামা আরশাদ মাদানী বেশ কিছুদিন যাবৎ অসুস্থ৷ বর্তমানে তিনি নিউ দিল্লির মেট্রো হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন৷

জানা যায়, আল্লামা আরশাদ মাদানি বেশ কয়েকদিন অসুস্থ থাকার পর গত ১৯ ফেব্রুয়ারি (মঙ্গলবার) অবস্থা কিছুটা বেগতিক হলে, তাকে নিউ দিল্লি মেট্রো হাসপাতালে আনা হয়৷ এর পূর্বে স্বাভাবিক জ্বর ও শরীর কাঁপুনির দরুন অন্য একটি হাসাপাতালে চিকিৎসাধীন ছিলেন৷

আল্লামা আরশাদ মাদানির অসুস্থতাকে কেন্দ্র করে, ভারতজুড়ে শঙ্কায় পড়েছেন ইসলামী ব্যক্তিত্বগণ৷ ভারতের বিভিন্ন রাজ্যে মসজিদ ও মাদরাসাগুলোতে ভিন্ন ভিন্নভাবে একাধিক স্থানে দোয়ার এন্তেজাম করা হয়েছে৷

এ ব্যাপারে জমিয়তে উলামায়ে হিন্দ মোম্বাইয়ের জেনারেল সেক্রেটারি মাওলানা হালীমুল্লাহ কাসেমী বলেন, মোম্বাইয়ের বিভিন্ন মসজিদ-মাদরাসাসহ ভারতের বহুস্থানে দোয়ার এন্তেজাম করা হয়েছে৷ আমরা হুজুরের জন্য সকলের নিকট দোয়া চাই৷

মাওলানা আরশাদ মাদানীর অসুস্থতার খবর পেয়ে দিল্লি মেট্রো হাসপাতালে তাকে দেখতে গিয়েছিলেন মাওলানা সা'দ কান্ধলবী৷ এ সময় দুজনের বিভিন্ন বিষয়ে কথোপকথন হয়৷ আল্লামা আরশাদ মাদানির ছেলে মাওলানা হুসাইন মাদানি আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন৷

জমিয়তে উলামায়ে হিন্দের প্রেস সচিব মাওলানা ফজলুর রহমান জানান, চিকিৎসকরা জানিয়েছেন বর্তমানে রোগির অবস্থা কিছুটা স্থিতিশীল রয়েছে। চিন্তার কোন কারণ নেই। দ্রুত সুস্থ হয়ে যাবে বলেও আশ্বাস দিয়েছেন চিকিৎসকরা।

-এএ


সম্পর্কিত খবর