শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের পুন: বৈঠক শনিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা সাময়িকভাবে বন্ধ থাকার পর শনিবার থেকে ফের শুরু হবে বলে জানানিয়েছে ভয়েস অফ আমেরিকা।

খবরে বলা হয়,  বৈঠকে অংশগ্রহণকারী নেতৃবর্গের সঙ্গে আলোচনার ফলাফল জানাতে দেরি করায় বৈঠকটি পিছিয়ে শনিবার তারিখ নির্ধারণ করা হয়।

বুধবার তালেবানদের মুখপাত্র জানান, আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র পরিচালিত মার্কিনিদের পুরোপুরি প্রত্যাহারের ব্যাপারে দুদিন ধরে তারা বিতর্কে অংশ নেনI

এছাড়াও তালেবানদের পক্ষ থেকে বলা হয়, ভবিষ্যতে সন্ত্রাসীদের অন্য কোনো দেশে হামলা পরিচালনার জন্য আফগানিস্তানের মাটিকে ব্যবহার করতে দেয়া হবে না I

এ আলোচনা বৈঠকে তালেবানের পক্ষ থেকে নেতৃত্ব দিচ্ছেন, শের মুহাম্মাদ আব্বাস স্টেনেকজাই। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করছেন কাবুলে যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রদূত, আফগানিস্তানে জন্মগ্রহণকারী  জালমে খলিলজাদ।

-আরএম


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ