শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


হিমাগারের গ্যাসে ফসল নষ্ট, অসুস্থ হয়ে পড়েছে গ্রামবাসী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের বলদিঢা গ্রামের একটি হিমাগার থেকে নির্গত গ্যাসে ৩০ একর জমির ফসলের ক্ষতি হয়েছে। অসুস্থ হয়ে পড়েছেন কৃষকসহ গ্রামের বেশ কয়েকজন।

মঙ্গলবার (১২ মার্চ) ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধানে একটি মেডিকেল টিম দিনব্যাপী চিকিৎসা প্রদান করেন।

সিভিল সার্জন ডা. আবু মুহাম্মদ খয়রুল কবীর বলেন, গ্যাসের কারণে অনেকে অসুস্থ হয়ে পড়েছিলো। তবে এখন সবাই সুস্থ।

সদর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা দিদারুল ইসলাম জানান, হিমাগারের গ্যাসে ৭০ জন কৃষকের প্রায় ৩০ একর আবাদি জমির ফসল পুড়ে গেছে। তাতে ফসলের মধ্যে ছিল মরিচ, গম, মিষ্টি কুমড়া, আম ও লিচু। আমরা এই তালিকা উপজেলা প্রশাসনের কাছে জমা দিয়েছি।

আমানত হিমাগারের মালিক মুহাম্মদ আব্দুল্লাহ বলেন, এটি একটি দুর্ঘটনা। হিমাগারের পাইপ ফেটে গ্যাস বের হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন। প্রশাসন বিষয়টি তদন্ত করছে। আমরা স্থানীয়দের সাথে বসে বিষয়টি সুরাহা করবো বলে আশা করছি।

এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ