শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ।। ১৪ বৈশাখ ১৪৩১ ।। ১৮ শাওয়াল ১৪৪৫


সৌদি কারাগার থেকে মুক্তি পেল রোহিঙ্গারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের কারাগারে বন্দি থাকা কয়েক‘শ রোহিঙ্গা নাগরিককে মুক্তি দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

গত রোববার এমইইকে পাঠানো একটি ভিডিও ফুটেজজে দেখা যায়, জেদ্দায় শুমাইছি বন্দিশিবির থেকে রোহিঙ্গা বন্দীরা বের হয়ে আসছে। শিবিরটিতে আরো কয়েক হাজার অনিবন্ধিত কর্মী রয়েছে।

যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম মিডল ইস্ট আইকে (এমইই) এ তথ্য জানিয়েছেন দুই বন্দী ও এক মানবাধিকারকর্মী।

অনিবন্ধিত বিদেশি কর্মীদের বিরুদ্ধে সৌদির অভিবাসন কর্তৃপক্ষের অভিযানে আটক হয়ে কারাগারে ছিলেন ওই রোহিঙ্গারা।

সৌদিতে অবৈধভাবে বসবাসকারী বিদেশি কর্মীদের বিরুদ্ধে সাম্প্রতিক বছরগুলোতে অভিযান শুরু করে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। অভিযানে শত শত অবৈধ বিদেশি কর্মী আটক হন। এই আটক কর্মীদের অনেককে কয়েক দিনের মধ্যেই স্বদেশে ফেরত পাঠানো হয়।

কিন্তু মিয়ানমারে নির্যাতনের শিকার হওয়ার আশঙ্কায় তাদেরকে তাৎক্ষণিকভাবে ফেরত পাঠায়নি সৌদি সরকার।

-আরএইচ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ