শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


নিউজিল্যান্ডের ঘটনায় কঠোর নিন্দা জানাচ্ছি: ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নুর মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দা জানিয়েন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

তিনি বলেন, সন্ত্রাসীদের কখনো ধর্ম হতে পারে না। ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলার কঠোর নিন্দা জানাই।

তিনি আরও বলেন, নিউজিল্যান্ডে এমন হামলার ঘটনায় আমি খুবই মর্মাহত। আমি এর কঠোর নিন্দা জানাচ্ছি। আমরা আগেও বলেছি সন্ত্রাসবাদের কোনো ধর্ম হয় না। আমি তাদের পরিবারের জন্য দোয়া করি।

আজ (১৫ মার্চ) নিজের ভেরিভাইড করা টুইট বার্তায় এসব কথা বলেন তিনি।

উল্লেখ্য, শুক্রবার জুমার নামাজ চলার সময় এ নৃশংস হামলা চালায় খ্রিস্টান সন্ত্রাসী ব্রেন্টন ট্যারেন্ট। এতে এ পর্যন্ত ৪৯ জন মুসল্লি শহীদ হয়েছেন। আহত হয়ে চিকিৎসাধীন আছেন প্রায় অর্ধশত। হামলায় জড়িত থাকার সন্দেহে এখন পর্যন্ত এক নারীসহ চার ব্যক্তিকে কারাগারে আটক রাখা হয়েছে।

এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ