শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
তীব্র গরমে আলোকিত মানিকছড়ি জনকল্যাণ সংস্থার প্রশংসনীয় উদ্যোগ ফরিদপুরের দুই শহীদ পরিবারের পাশে হেফাজত নেতৃবৃন্দ নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপির ৭৫ নেতা বহিষ্কার ছাদ থেকে পড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু টানা তাপপ্রবাহে ভাঙল ৭৬ বছরের রেকর্ড তাপপ্রবাহ থেকে সুরক্ষায় রেলওয়ে কর্মকর্তাদের ৫ নির্দেশনা ‘বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা জোরদারের সুযোগ রয়েছে’  মন্দিরে হামলাকারীদের বিরুদ্ধে তদন্তভিত্তিক বিচারের দাবি ইসলামী আন্দোলনের পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত: কাদের থাইল্যান্ডের রাজা-রানির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

২৭ মার্চ খিলগাঁওয়ে খতমে নবুওয়ত গণসম্মেলনে আসছেন মুফতি নোমানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত ঢাকা ২ নং জোনের খতমে নবুওয়ত গণসম্মেলন ২৭ মার্চ (বুধবার) খিলগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। তাতে প্রধান অতিথি হিসেবে দারুল উলুম দেওবন্দের মুহতামিম মাওলানা মুফতি আবুল কাসেম নোমানী আমন্ত্রণ গ্রহন করেছেন।

বৃহস্পতিবার (১৪ মার্চ) তাহাফফুজে খতমে নবুওয়তের খিলগাঁওয়ের কেন্দ্রীয় কার্যালয়ে ২ নং জোনের উলামা ও ইমাম খতিবদের এক জরুরী আলোচনা সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়।

জানা যায়, সম্মেলনের প্রস্তুতি সভা ১৮ মার্চ খিলগাঁওয়ে, ১৯ মার্চ দুদক মসজিদে ও ২০ মার্চ পীরজংগি মাদ্রাসায় অনুষ্ঠিত হবে। ২৩ মার্চ খিলগাঁওয়ের মাদারটেকে ও ২৮ মার্চ খিলগাঁওয়ের গোড়ানে খতমে নবুওয়ত সম্মেলন অনুষ্ঠিত হবে।

বৈঠক সূত্রে আরো জানা যায় সংগঠনের সভাপতি আল্লামা শাহ আহমদ শফী সাহেবের ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী পর্যায়ক্রমে ঢাকার প্রতিটি জোনে জোনে ও দেশের প্রতিটি জেলায় জেলায় খতমে নবুওয়ত গনসম্মেলন অনুষ্ঠিত হবে। তারপর ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়তের মহাসম্মেলনের তারিখ ঘোষণা করা হবে।

মাওলানা আব্দুল কাইউম সুবহানীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারি জেনারেল আল্লামা নুরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে আল্লামা নুরুল ইসলাম বলেন, কাদিয়ানীরা ইসলাম দেশ, জাতি ও মানবতার শত্রু। তাদের কে প্রতিহত করা প্রত্যেক মুসলমানের ইমানী দায়িত্ব। তাই দল মত নির্বিশেষে সকল মুসলমানকে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষনার দাবীতে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। তাই ইমাম খতিব ও উলামাদের দায়িত্ব কাদিয়ানীদের ভ্রান্ত দাবী সমুহের ব্যাপারে মুসলমানদের সচেতন করা।

সভায় আরো বক্তব্য রাখেন মুফতি শিব্বির আহমদ কাসেমী, শাইখুল হাদিস মাওলানা জহুরুল ইসলাম, মাওলানা আশিকুল্লাহ, মাওলানা মুমিনুল ইসলাম, মাওলানা মাসুদ আহমদ, মাওলানা রাশেদ বিন নুর।

মাওলানা আব্দুল মালেক,মুফতি মোরশেদ বিন নুর, মুফতি আব্দুল আজীজ কাসেমী, মুফতি মুহাম্মাদুল্লাহ আরমান, মুফতি ইউনুস কাসেমী প্রমুখ।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ