বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


আদালতে হাসতে দেখা যায় সন্ত্রাসী টারান্টকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিউজিল্যান্ডের ইতিহাসে সব থেকে ভয়াবহ জঙ্গি হামলার পরের দিন অভিযুক্তকে আদালতে হাজির করা হয়েছে। তবে আদালতকক্ষে ব্রেন্টন হ্যারিসন টারান্টকে হাসতে দেখা গেছে।

নিউজিল্যান্ড হেরাল্ডের খবরে বলা হয়েছে, ক্রাইস্টচার্চের মসজিদে হামলায় আসামি করা হয়েছেন ব্রেন্টনকে। সে নিউজিল্যান্ডের ডুনেডিনের অ্যান্ডারসনস বে এলাকার বাসিন্দা। আদালতে যখন ব্রেন্টনকে হাজির করা হয়, তখন তার পরনে ছিল বন্দিদের সাদা পোশাক, হাতে হাতকড়া এবং খালি পা। তার ছবি তোলার সময় সে আলোকচিত্রীদের দিকে তাকিয়ে হাসছিল। তার পাশেই ছিলেন দুই পুলিশ অফিসার। আপাতত ৫ এপ্রিল পর্যন্ত তাকে হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন আদালত।

শুক্রবার স্থানীয় সময় বেলা দেড়টা নাগাদ ক্রাইস্টচার্চে পর পর দুই মসজিদে হামলা চালায় ব্রেন্টন। এ ঘটনায় নিহত হন ৪৯ জন; অল্পের জন্য ওই হামলা থেকে বেঁচে যান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা।

ঘটনার একযোগে নিন্দা করে ঘটনাটিকে জঙ্গি হামলা বলেই ব্যক্ত করেছেন নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীরা। শান্ত দেশ নিউজিল্যান্ড এমন ঘটনায় স্তম্ভিত গোটা বিশ্ব।

কেপি


সম্পর্কিত খবর