বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ।। ১১ বৈশাখ ১৪৩১ ।। ১৫ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
সৈয়দপুরে তাপদাহে অতিষ্ঠ মানুষ, ‘হিটস্ট্রোকে’ ১ জনের মৃত্যু স্বর্ণের দাম আরও কমলো, ভরি ১ লাখ ১৪ হাজার ১৫১ টাকা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ইরান-পাকিস্তানের ঢাবিতে বৃষ্টির জন্য ‘সালাতুল ইসতিস্কা’র অনুমতি দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘বৃষ্টির জন্যে সালাত আদায় করলেই অবশ্যম্ভাবী বৃষ্টি চলে আসবে—বিষয়টা তা নয়’ মালয়েশিয়ার সিটি ইউনিভার্সিটিতে সম্পন্ন হলো বিয়াম'র চ্যাপ্টার কমিটি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত জ্যামাইকার আগামীদিনে বিশ্বের মধ্যে অন্যতম স্মার্ট হবে দেশের হজ ব্যবস্থাপনা: ধর্মমন্ত্রী সকালে ইসতিসকার নামাজ আদায়, রাতেই নামল স্বস্তির বৃষ্টি চাঁদ মামার বয়স হয়েছে! চাঁদের বয়স কত?

এবার লন্ডনে মসজিদের পাশে মুসল্লির ওপর হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ
আওয়ার ইসলাম

এবার পূর্ব লন্ডনের একটি মসজিদে জুমার নামাজ শেষে বাসায় ফেরার পথে অজ্ঞাত শ্বেতাঙ্গ উগ্রপন্থীদের হাতে হামলার শিকরা হয়েছেন আরেক মুসল্লি।নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুই মসজিদে শ্রেতাঙ্গ উগ্রপন্থীর ভয়াবহ হামলার কয়েক ঘণ্টার মধ্যেই লন্ডনে এ ঘটনা ঘটেছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের খবরে বলা হয়।

জানা গেছে, হামলাকারী হাতুড়ি নিয়ে ওই মুসলিমের ওপর চড়াও হয়। তাদের আনুমানিক বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। তবে তাদের পরিচয় জানা যায়নি।

দ্য ইন্ডিপেন্ডেন্টের খবরে বলা হয়েছে, পূর্ব লন্ডনের ওই মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় চিৎকার করে ইসলামবিরোধী আওয়াজ তোলে তিন দুর্বৃত্ত। জুমার নামাজে অংশ নেওয়া মুসল্লিদের সন্ত্রাসী বলে চিৎকার করে তারা। এক পর্যায়ে লোকজন গাড়িটি ধাওয়া করলে সন্ত্রাসীরা হাতুড়ি নিয়ে এক মুসল্লির ওপর হামলা চালায়।

লন্ডন মেট্রোপলিটন পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হামলাকারীরা গাড়ি নিয়ে সেখান থেকে সরে যায়। ইতোমধ্যেই এ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

লন্ডনের মেয়র সাদিক খান জানিয়েছেন, শুক্রবার অনেক মানুষ নামাজে যাওয়ায় মসজিদগুলোর নিরাপত্তা জোরদার এবং সশস্ত্র হামলা প্রতিরোধের প্রস্তুতি নেওয়া হয়েছে।

টুইটারে দেওয়া এক পোস্টে সাদিক খান লিখেছেন, শুধু নিজেদের ধর্মবিশ্বাসের জন্য নিরীহ মানুষরা প্রাণ হারিয়েছেন।

সন্দেহজনক কিছু দেখলেই পুলিশকে জানাতে লন্ডনের মুসল্লিদের প্রতি আহ্বান জানিয়েছেন সাদেক খান।

সূত্র: ইন্ডিপেনডেন্ট।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ