শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


মসজিদে হামলাকারী সন্ত্রাসী ট্যারেন্টের ২০ ‍দিনের রিমান্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে হামলাকারী খ্রিস্টান সন্ত্রাসী ব্রেন্টন ট্যারেন্টকে পাঁচ এপ্রিল পর্যন্ত রিমান্ড দিয়েছে আদালত। শনিবার দেশটির একটি আদালত এ রায় দেন।

উগ্রপন্থী শেতাঙ্গ ব্রেন্টন ট্যারেন্টোর মামলার পরবর্তী শুনানি ৫ এপ্রিল। সে পর্যন্ত তাকে হাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হবে।

দুটি মসজিদে নৃশংস এ হত্যাকাণ্ডের পর দেশটির অস্ত্র আইনে পরিবর্তন আনার ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন।

আপাতত হামলাকারীর বিরুদ্ধে একটি হত্যা মামলার অভিযোগ গঠন হলেও পর্যায়ক্রমে আরও বেশ কয়েকটি অভিযোগ আনা হবে ২৮ বছর বয়সী ব্রেন্টনের বিরুদ্ধে। সন্দেহভাজন আরও দুজনকে হাজতে নেয়া হয়েছে।

উল্লেখ্য, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে শুক্রবার জুমার নামাজের সময় খ্রিস্টান সন্ত্রাসীদের হামলায় ৪৯জন শহীদ হন। এ ঘটনায় অন্তত ৪৮ জন আহত হয়ে চিকিৎসাধীন আছেন।

এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ