বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


‘নিউজিল্যান্ডের ঘটনা ইতিহাসের সকল বর্বরতাকে হার মানিয়েছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর ফারুক ইবরাহিমী: শাইখুল ইসলাম আল্লামা মুফতি মুহাম্মদ তাকি উসমানি বলেছেন,
গত শুক্রবার জুম’আর নামাযের সময় নিউজিল্যান্ডের দুটি মসজিদে উগ্রবাদী খ্রিস্টান কর্তৃক ইতিহাসের নৃশংস, বর্বর, ন্যক্কারজনক হত্যাকাণ্ড ঘটেছে। এতে আমাদের বহু মুসলমান ভাই হতাহত হয়েছেন।

তিনি বলেন, নিউজিল্যান্ডের এ ঘটনা ইতিহাসের সকল বর্বরতাকে হার মানিয়েছে।

আজ (১৭ মার্চ) বাদ আসর জামিয়া দারুল উলুম করাচির জামে মসজিদে আয়োজিত সাপ্তাহিক ইসলাহি মজলিসে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি সকল শহীদ ভাইয়ের দরজা বুলন্দির জন্য আল্লাহর দরবারে দোয়া করেন এবং আহত ভাইদের দ্রুত সুস্থতা কামনা করেন।

মুফতি তাকি উসমানি ইসলাহি মজলিসে মুসলিম উম্মাহকে ছোটখাটো মতানৈক্য, মতভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হবার প্রতি গুরুত্বারোপ করেন। একই সঙ্গে গুনাহমুক্ত জীবন গড়ে তোলার জন্য সবার প্রতি আহবান জানান।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ