শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৮ শাওয়াল ১৪৪৫


ফরিদাবাদে হাইআতুল উলয়ার বৈঠক শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ
আওয়ার ইসলাম

কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের বৈঠক শুরু হয়েছে। দাওরায়ে হাদিসের কেন্দ্রীয় পরীক্ষার এজেন্ডা নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

রোববার (১৭ মার্চ) জামিয়া ইমদাদিয়া ফরিদাবাদে সকাল ১০ টায় এ বৈঠক শুরু হয় বলে মাওলানা মুসলেহুদ্দিন রাজু আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী, কো-চেয়ারম্যান আল্লামা আশরাফ আলী, সদস্য আল্লামা আব্দুল কুদ্দুস,  আল্লামা আযহার আলী আনোয়ার শাহ, মুফতি রুহুল আমিন, মুফতি মুহাম্মদ ওয়াক্কাসসহ সংস্থাটির নেতৃবৃন্দ এ বৈঠকে উপস্থিত রয়েছেন।

এর আগে হাইআতুল উলয়ার দফরত সম্পাদক মুফতি ওয়াসিউর রহমান আওয়ার ইসলামকে জানান, পুরনো বেশ কয়েকটি এজেন্ডাসহ আগামী কেন্দ্রীয় পরীক্ষার বিষয়ে অবগতি ও আলোচনা অনুষ্ঠিত হবে।

তিনি জানান, এর আগে সফটওয়ার নির্মাণ, অফিস স্থানান্তরসহ কয়েকটি উপকমিটির বৈঠক হয়েছে। তাদের সুপারিশ ও প্রস্তাবনা নিয়ে আলোচনা হবে বৈঠকে।

জাতীয় সংসদে কওমি মাদরাসার দাওরায়ে হাদিসকে মাস্টার্সের স্বীকৃতি ঘোষণার পর এবারই প্রথম কেন্দ্রীয় পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। যদিও এর আগে আরও দুটি কেন্দ্রীয় পরীক্ষা হয়েছে হাইআতুল উলয়ার অধীনে।

আগামী ৮ এপ্রিল সারাদেশ ব্যাপী হাইআতুল উলয়ার অধীনে অনুষ্ঠিত হবে দাওরায়ে হাদিসের পরীক্ষা। এতে প্রায় ত্রিশ হাজার শিক্ষার্থী অংশ নেবেন বলে জানা গেছে।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ