শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


বাঁচানো যায়নি জাবি হলের ট্রাঙ্ক থেকে উদ্ধার নবজাতককে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলের একটি কক্ষ থেকে ট্রাঙ্কবন্দী অবস্থায় উদ্ধার করা নবজাতকটি বাঁচানো যায়নি।

উদ্ধারের প্রায় ৭ ঘণ্টা পর শনিবার রাত ১০টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় শিশুটি।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আবু জাফর এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তিনটার দিকে ট্রাঙ্ক থেকে উদ্ধারের পর বিকাল পাঁচটার দিকে নবজাতকটিকে হাসপাতালে আনা হয়। এ সময় বাচ্চাটির নাড়ি হাত দিয়ে টেনে ছেঁড়া ছিল। আনতে দেরি হওয়ায় ও অক্সিজেনের অভাবে শিশুটি নীল আকার ধারণ করে। পরে রাত ১০টার দিকে শিশুটি মারা যায়।

নবজাতকের মা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হলের আবাসিক ছাত্রী। তিনি এনাম মেডিকেলেই আছেন।

এর আগে শনিবার বিকাল তিনটার দিকে ট্রাঙ্ক থেকে নকজাতকটিকে উদ্ধার করা হয়।

সন্তান ভূমিষ্ট হলে কাউকে না জানিয়ে নবজাতককে ট্রাঙ্কে তালাবদ্ধ করে রাখেন ওই ছাত্রী। এক পর্যায়ে ওই ছাত্রীকে এনাম মেডিকেলে নেওয়ার পর তার কক্ষে নবজাতকের কান্নার আওয়াজ পান অন্য শিক্ষার্থীরা।

খোঁজাখুজি করে কক্ষে থাকা ট্রাঙ্ক থেকে তালা ভেঙে নবজাতককে উদ্ধার করে হল প্রশাসন। পরে নবজাতককে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে এনাম মেডিকেল পাঠান।

আইএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ