শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


মার্কিন মানবাধিকার প্রতিবেদন প্রত্যাখ্যান করল বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত বার্ষিক মানবাধিকার প্রতিবেদনটিকে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ।

সোমবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি প্রত্যাখানের ঘোষণা দেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এখানে রিপোর্টে যা বলা হয়েছে তা বাংলাদেশের চেয়ে যুক্তরাষ্ট্রে বেশি প্রযোজ্য।

তিনি বলেন, রিপোর্টটি পড়ে মনে হয়েছে বিষয়গুলো সম্পর্কে যথাযথ অনুধাবন (ইনভেস্টিগেশন) না করেই এটি তৈরি করা হয়েছে।

আমরা তথ্য নির্ভর বস্তুনিষ্ঠ রিপোর্টকে স্বাগত জানাই। কিন্তু, এ প্রতিবেদনটিতে সে রকম কিছু নেই। বাংলাদেশ ইতোমধ্যেই এই রিপোর্টের প্রতিবাদ পাঠিয়েছে।

উল্লেখ্য, গত ১৩ মার্চ বৈশ্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিবেদনটি প্রকাশ করে। এতে বিশ্বের ২০০টি দেশের মানবাধিকার পরিস্থিতির ওপর আলোকপাত করা হয়, এরমধ্যে বাংলাদেশ বিষয়ক স্বতন্ত্র অধ্যায়ও ছিল।

ওই প্রতিবেদনে বাংলাদেশের জাতীয় নির্বাচনকে পক্ষপাতমূলক হিসেবে অভিহিত করা হয়।

আইএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ