শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


ক্রাইস্টচার্চ হামলায় আহতদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে শ্বেতাঙ্গ জঙ্গি হামলার ঘটনায় আহত ৩২ জনের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে নিউজিল্যান্ড কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৯ মার্চ) হামলার ঘটনার সবশেষ তথ্য জানিয়ে স্বাস্থ্য দফতর জানায়, আহত সবাই ক্রাইস্টচার্চের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এর মধ্যে চার বছরের এক শিশুর অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে ও তার বাবাকে অকল্যান্ডের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলেও জানানো হয়।

উল্লেখ্য, গত শুক্রবার  নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নুর মসজিদ ও লিনউড মসজিদে উগ্রবাদী শ্বেতাঙ্গ জঙ্গি ব্রেন্টন টরেন্টের নৃশংস হামলায় ৫০জন নিরাপরাধ মুসলিম শহীদ হয়েছেন।

স্থানীয় সময় বেলা ১টা ৪০ মিনিটের দিকে এ হামলা চালায় জঙ্গি টরেন্ট। জুমার নামাজ আদায়ের জন্য মসজিদ দুটিতে একত্রিত হয়েছিল শহীদরা।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ