শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


নিউজিল্যান্ডের রেডিও-টেলিভিশনে সম্প্রচার হবে জুমার আজান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ক্রাইস্টচার্চের দু’টি মসজিদে সন্ত্রাসী হামলায় স্তব্ধ পুরো বিশ্ব। এ সন্ত্রাসী হামলায় অন্তত ৫০ জন শহীদ হয়েছেন এবং আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও অর্ধ শত।

আগামী শুক্রবার নৃশংস এ সন্ত্রাসী হামলার এক সপ্তাহ পার হবে। শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর অংশ হিসেবে এ দিন দেশটির সরকারি বেতার ও টেলিভিশনে জুমার নামাজের আজান সরাসরি সম্প্রচারের ঘোষণা করা হয়েছে।

আজ বুধবার (২০ মার্চ) ক্রাইস্টচার্চের একটি স্কুল পরিদর্শনে গিয়ে এমন ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। তিনি আরও বলেন, তাদের নিরাপদ রাখার দায়িত্ব ছিল আমাদের।

শহীদ ৫০ জনের মধ্যে ৩০ জনের মরদেহ তাদের নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে বলে নিশ্চিত করেছেন তিনি।

আরএইচ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ