শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


ইউসুফ আ.-এর কবরের পাশে তিন ফিলিস্তিনিকে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অবরুদ্ধ পশ্চিম তীরে ইসরায়েলি সেনার গুলিতে এবার প্রাণ গেল তিন ফিলিস্তিনি যুবকের। মঙ্গলবার পশ্চিম তীরের নাবলুস নগরীর হযরত ইউসুফ আ.-এর কবরের পাশে এ ঘটনা ঘটে।

জানা যায়, মঙ্গলবার ইসরাইলি সেনাদের গুলিতে প্রথমে ২১ বছর বয়সী রাইদ হাশিম ও ২০ বছর বয়সী জায়িদ আম্মাদ নুরি নিহত হন। এ ঘটনায় নাবলুস শহরে বিক্ষোভ চলছে। দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি অফিসগুলো বন্ধ রয়েছে।

এ দু’জনের নিহতের বিষয়টি স্বীকার করেছে ইসরাইল সেনাবাহিনী। তবে স্থানীয়রা বলছেন গুলিতে মারা গেছেন তিন যুবক।

দ্যা পেলেস্টাইন ইনফরমেশন সেন্টার জানায়, গুলিবিদ্ধদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে এম্বুল্যন্সেও ইসরাইলি বাহিনী গুলিবর্ষণ করে।

এর আগে মঙ্গলবার সকালে পশ্চিম তীরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৫ ফিলিস্তিনিকে আটক করে ইসরাইলি বাহিনী। বিভিন্ন বসতবাড়িতে তল্লাশি করার সময় তাদের আটক করা হয়।

জাতিসংঘের তথ্যমতে, ২০১৮ সালে ইসরায়েলি বাহিনীর হাতে ফিলিস্তিনের ২৯৫ জন নিহত হয়েছে।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ