বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


নিউজিল্যান্ডে মসজিদে হামলায় উচ্ছ্বাস, বরখাস্ত কর্মী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুই মসজিদে হামলার ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করে চাকরি হারিয়েছেন এক কর্মী। তাকে চাকরি থেকে বহিষ্কার করেছে সংযুক্ত আরব আমিরাতের এক কোম্পানি।

গত সপ্তাহে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে বন্দুকধারীদের হামলায় নিহত হন প্রায় ৫০ জন। এ ঘটনায় সন্ত্রাসী ব্রেন্টন ট্র্যারেন্টকে (২৮) গ্রেফতার করে পুলিশ।

সংযুক্ত আরব আমিরাতের ওই বেসরকারি কোম্পানির এক কর্মকর্তা বলেন, “নিউজ়িল্যান্ডের মসজিদে হামলার পর এক কর্মী নিজের ফেসবুক অ্যাকাউন্টে এই ঘটনা সম্পর্কে উচ্ছ্বাস প্রকাশ করে বিদ্বেষমূলক মন্তব্য করেন।”

ওই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর বলেন, “সোশ্যাল মিডিয়ায় ওই বিদ্বেষমূলক বক্তব্য দেখে ওই কর্মীকে বরখাস্ত করি। আমাদের কোম্পানি এই ধরনের বিদ্বেষমূলক মন্তব্য সহ্য করে না। তাকে কোম্পানি থেকে বরখাস্ত করে বিচারের জন্য প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে।”

কেপি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ