শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


মসজিদে হামলায় উল্লাস করে চাকরি হারানো সেই ব্যক্তি ভারতীয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিউজিল্যান্ডের মসজিদে প্রাণঘাতী হামলার ঘটনায় উল্লাস করে সংযুক্ত আরব আমিরাতে চাকরি হারানো লোকটি ভারতীয় নাগরিক।

ফেসবুকে ফেইক আইডি থেকে মসজিদে হামলার ঘটনায় উল্লাস প্রকাশ করেছিলেন তিনি।

আমিরাতের নিরাপত্তা কোম্পানি ট্রান্সগার্ড সিকিউরিটি গ্রুপ তাকে চাকুরিচ্যুত করার পর নিজ দেশে ফেরত পাঠিয়েছে।

গত শুক্রবার ক্রাইস্টচার্চের দুটি মসজিদে আধা স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে হামলা চালায় অস্ট্রেলীয় বংশোদ্ভূত শেতাঙ্গ সন্ত্রাসী ব্রেন্টন ট্যারান্ট। তার ওই হামলায় ৫০ মুসল্লি শহীদ হন।

ট্রান্সগার্ড এক বিবৃতিতে বলছে, ট্রান্সগার্ডের এক কর্মচারী তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ক্রাইস্টচার্চে মসজিদে ঘৃণ্য হামলার ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করে অপমানসূচক মন্তব্য করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, ভুয়া আইডি থেকে মসজিদে হামলার ঘটনায় অবমাননাকর মন্তব্য করেছিলেন ওই ব্যক্তি। ভারতীয় ওই কর্মচারীকে ফেসবুকে সনাক্তের পর কোম্পানির নীতি অনুযায়ী তাকে চাকরিচ্যুত করা হয়েছে।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ