শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


ইরাকে ফেরিডুবির ঘটনায় নিহতের সংখ্যা ৯৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  ইরাকের মসুল শহরের অদূরে ট্রাইগিস নদীতে ফেরিডুবিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৪ জনে। নিহতদের মধ্যে ১৯ শিশু ও ৬১ নারী রয়েছে।

বৃহস্পতিবার কুর্দি সম্প্রদায়ের মানুষ  নওরোজ উৎসব শেষে ফেরার পথে এ প্রাণহানির ঘটনা ঘটে।

মসুলের সিভিল ডিফেন্সপ্রধান হুসাম খলিল জানান, দুর্ঘটনায় নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। ফেরিটি ডুবে যাওয়ার পর সাঁতার না জানার কারণে তাদের বেশি মৃত্যু হয়েছে।

তিনি বলেন, নওরোজ উদযাপন করতে কুর্দি সম্প্রদায়ের বহুসংখ্যক লোক দজলা নদীর পাড়ের পর্যটন এলাকায় যায়। সেখান থেকে ফেরার পথে ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি যাত্রী ফেরিটিতে উঠে গেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ধারণক্ষমতার চেয়ে বেশি লোক ওঠার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

আরএইচ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ