মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ।। ১০ বৈশাখ ১৪৩১ ।। ১৪ শাওয়াল ১৪৪৫


পদ্মা সেতুতে বসল নবম স্প্যান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পদ্মা সেতুর নবম স্প্যানটি বসানো হয়েছে ৩৪ ও ৩৫ নাম্বার পিলারের উপর। এর ফলে পদ্মা সেতুর ১ হাজার ২০০ মিটার দৃশ্যমান হয়েছে।

আজ (২২ মার্চ) সকালে জাজিরা প্রান্তে স্প্যানটি বসানো হয়েছে। স্প্যানটি বৃহস্পতিবার বসানোর কথা থাকলেও কারিগরি ত্রুটির কারণে তা বসানো সম্ভব হয়নি।

সেতু বিভাগের উপসহকারী প্রকৌশলী মুহা. হুমায়ুন কবীর জানান, এ মাসের মধ্যে আরও স্প্যান বসানো হবে। ইতিমধ্যে সেতুর প্রায় ৭৫ শতাংশ কাজ শেষ হয়েছে। চলতি বছরের মধ্যে সবক’টি স্প্যান বসিয়ে সেতুটি দৃশ্যমান করে তোলা হবে।

উল্লেখ্য, ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর সেতুর ১ম স্প্যান বসানোর মাধ্যমে পদ্মা সেতু দৃশ্যমান হয়, ২০১৮ সালের ২৮ জানুয়ারি দ্বিতীয়, ১১ মার্চ তৃতীয়, ১৩ মে ৪র্থ, ২৯ জুন ৫ম স্প্যান, এ বছরের ২৩ জানুয়ারি ৬ষ্ঠ স্প্যান, ২০ ফেব্রুয়ারি ৭ম স্পেন বসানো হয়েছিল।

এএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ