শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


‘সন্ত্রাসবাদ থেকে নিরাপদ নয় তাকি উসমানির মতো ইসলামি চিন্তাবিদও’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দারুল উলুম করাচির প্রধান মুফতি, সাবেক বিচারপতি ও বিশ্বের অন্যতম ইসলামি স্কলার আল্লামা মুফতি তাকি উসমানির ওপর গত শুক্রবার হওয়া হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে আফগানিস্তান।

গত শুক্রবার দুপুরে আল্লামা মুফতি তাকি উসমানির গাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এতে তাকি উসমানিসহ তার স্ত্রী গুরুতর আহত হন। আর মারা যান তার দুই গার্ড।

আফগানিস্তানের হজ বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তাকি উসমানির ওপর হামলাকারীরা ‘বর্বর ও উন্মাদ’। বিবৃতিতে আরও বলা হয়, তাকি উসমানি মুসলিম বিশ্বের বাতিঘর এবং আন্তর্জাতিকভাবে প্রসিদ্ধ ব্যক্তিত্ব। তিনি মুসলিম উম্মাহের চিন্তা-চেতনার আধুনিকীকরণে কাজ করে যাচ্ছেন নিরলসভাবে।

বিবৃতিতে আফগানিস্তানের ব্যাপারে আল্লামা মুফতি তাকি উসমানির ইতিবাচক মনোভাব রয়েছে বলেও উল্লেখ করা হয়।

বিবৃতিতে প্রকাশ, ‘এই হামলা প্রমাণ করে, সন্ত্রাসীদের মনে কারও জন্যই দয়া-মায়া নেই; তাদের জন্য বয়োবৃদ্ধ নারী-পুরুষ, এমনকি শিশুরাও নিরাপদ নয়; নিরাপদ নয় তাকি উসমানির মতো ইসলামি চিন্তাবিদরাও।’

কেপি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ