শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


মসজিদে হামলায় নিহত ছেলের জানাজায় মারা গেলেন মা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিউজিল্যান্ডের স্ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত ছেলের জানাজায় ‘হার্ট-অ্যাটাকে’ মারা গেলেন তার মা।

যার জানাজা ছিল তার নাম কামেল দারউইশ। তিন সন্তানের বাবা দারউইশ ফার্মে কাজ করতেন। তার বাড়ি মূলত জর্ডানে। বড় ভাইয়ের মাধ্যমে তিনি নিউজিল্যান্ডে এসে বসবাস শুরু করেন। তার মায়ের নাম সাউদ আব্দেলফাত্তাহ মাইসেন।

ডেইলি পাকিস্তানের খবরে প্রকাশ, আল-নূর মসজিদে ছেলে মারা যাওয়ার পর ভেঙে পড়েন ৬৫ বছর বয়স্ক আব্দেলফাত্তাহ মাইসেন। আজ ছেলের জানাজা ছিল। জানাজার সময়ই তিনি মারা যান। পরে চিকিৎসকেরা জানান, পুত্রশোকে হার্ট-অ্যাটাক করে তিনি মারা গেছেন।

গত ১৫ মার্চ পূর্ব-ঘোষণা অনুযায়ী, নিউজিল্যান্ডের দুই মসজিদে গুলি চালিয়ে ৫০ মুসল্লিকে হত্যা করে উগ্র মুসলিমবিদ্বেষী অস্ট্রেলীয় নাগরিক ব্রেন্টন ট্যারান্ট।

শহরের হাগলি পার্কমুখী সড়ক ডিনস এভিনিউয়ের আল নূর মসজিদসহ লিনউডের আরেকটি মসজিদে তার তাণ্ডবের বলি হয় অর্ধশত মানুষ। এর মধ্যে ৪০ জনেরও বেশি নিহতকে ক্রাইস্টচার্চের নিউ পার্ক সমাধিতে দাফন করা হয়েছে। হামলার পর থেকেই এর নিন্দা জানিয়ে নিহতদের প্রতি ধারাবাহিকভাবে শ্রদ্ধা নিবেদন করে আসছেন নিউজিল্যান্ডবাসী।

কেপি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ