শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
শিক্ষক ও বাবুর্চি নিয়োগ দেবে রাজধানীর আল্লামা শামসুল হক রহ.মাদরাসা উপজেলা নির্বাচনে যাচ্ছে কি ইসলামি দলগুলো? পাঠ্যপুস্তকের ওপর নির্ভরশীল হয়ে স্মার্ট জেনারেশন সৃষ্টি সম্ভব নয়: শিক্ষামন্ত্রী বিচ্ছিন্নভাবে দে‌শের স্বার্থ অর্জন করার সুযোগ নেই : সেনা প্রধান স্বাস্থ্য সুরক্ষা আইন সংসদে পাশ করব : স্বাস্থ্যমন্ত্রী যাত্রাবাড়ীতে দুই বাসের মাঝে পড়ে ট্রাফিক কনস্টেবল আহত আ.লীগের মন্ত্রী-এমপির আত্মীয়দের উপজেলা নির্বাচনে নিষেধাজ্ঞা; অমান্য করলে ব্যবস্থা ফকিহুল মিল্লাত রহ. এর পরামর্শ -‘ফারেগিন কার সঙ্গে পরামর্শ করবে’ ঢাকায় চালু হলো চীনা ভিসা সেন্টার ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য পদ দেওয়া নিয়ে ভোট শুক্রবার

আলোচনায় ভারত-পাকিস্তান সংকট মিটবে, আশাবাদী চীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারত ও পাকিস্তানের বিরোধ আলোচনার মাধ্যমে মিটে যাবে। সোমবার এ আশাবাদ প্রকাশ করেছে চীন।

চীনের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র জেঙ সুয়াং বলেন, ‘আমাদের আশা, ভারত ও পাকিস্তানের বিরোধ আলোচনার মাধ্যমে মিটে যাবে।’

পাকিস্তানের জাতীয় দিবসে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের শুভেচ্ছা বিনিময় সম্পর্কে জানতে চাওয়া হলে জেঙ বলেন, ‘ভারত-পাকিস্তান নেতৃত্বের শুভেচ্ছা বিনিময়কে স্বাগত জানিয়েছে চীন।’

তার কথায়, ‘ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে এবং দুই দেশের বিরোধ মিটিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার প্রচেষ্টায় আমাদের সমর্থন রয়েছে।’

তিনি বলেন, ‘লাগাতার প্রচেষ্টায় এক গঠনমূলক ভূমিকা নিয়ে এর সমাধান করতে হবে।’
ভারত-পাক বিরোধ মীমাংসায় চীন মধ্যস্থতাকারীর ভূমিকা নেবে কিনা জানতে চাওয়া হলে জেঙ বলেন, ‘ভারত ও পাকিস্তানের সম্পর্কের দৃঢ়তার ওপর চীনের অবস্থান নির্ভর করছে। এই দুই দেশ দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ দেশ। আমাদের আশা, আলাপ-আলোচনার মাধ্যমে তারা তাদের বিরোধ মিটিয়ে ফেলবে।’

চীনের পররাষ্ট্রমন্ত্রীর এই মুখপাত্র আরও জানান, উভয় দেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উপর দাঁড়িয়ে থাকবে বলে আশা করে চীন। দুই দেশের পারস্পরিক আলাপ-আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা গঠনমূলক ভূমিকা রাখব।

উল্লেখ্য, ৮ মার্চ ন্যাশনাল পিপলস কনফারেন্সের বার্ষিক সম্মেলনের অধিবেশনের ফাঁকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং য়ি জানান, ভারত ও পাকিস্তানের মধ্যে বিরোধ মেটাতে মধ্যস্থতা করার চেষ্টা করছে চীন। ওইদিন তিনি এও জানান, চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তান সফরও করেছেন।

কেপি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ