মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ।। ৩ বৈশাখ ১৪৩১ ।। ৭ শাওয়াল ১৪৪৫


নিউজিল্যান্ডে হামলার ঘটনায় ভারতের গোয়ায় সতর্কতা জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় ভারতের গোয়া রাজ্যে হামলার আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে। দেশজুড়ে ইহুদিদের স্থান ও পর্যটনপ্রিয় স্থানগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

স্থানীয় পুলিশ মহাপরিদর্শক জাসপাল সিং এ তথ্য নিশ্চিত করে বলেন, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হামলার আশঙ্কা থেকেই এই সতর্কতা।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়, পর্যটক প্রিয় গোয়া রাজ্যে ইসরায়েলি পর্যটকদের ওপরে হামলার আশঙ্কায় এ সতর্কতা জারি করা হয়ে থাকতে পারে।

তবে জাসপাল সিং বলেন, সেখানে খুব বেশি ইসরায়েলি পর্যটক নেই। উত্তর উপকূলে দুটি চাবাদ হাউসে কার্যক্রম নেই। দক্ষিণাঞ্চলে একটি উপাসনালয় রয়েছে।

পুলিশ জানায়, আল-কায়েদা কিংবা ইসলামিক স্টেট নিউজিল্যান্ডে হামলার প্রতিশোধ নিতে পারে বলে তথ্য ছিল তাদের কাছে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ