শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


ফের গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর তান্ডব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হামাসের কথিত হামলার জবাব দিতে দখলদার ইসরায়লি সেনাবাহিনী ফিলিস্তিনের গাজা উপত্যকায় নতুন করে তান্ডব শুরু করেছে। একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। এ অবস্থাতেই ফের উত্তপ্ত হয়ে উঠেছে গাজা উপত্যকা।

সোমবার সন্ধ্যা থেকে ইসরায়েলের সেনাবাহিনী এ হামলা শুরু করেছে। গাজার উত্তরাংশে এই হামলা চলছে বলে স্থানীয় তথ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে আল আর‌্যাবিয়া ডটনেট।

ইসরায়েল দাবি করছে, সোমবার গাজা থেকে মধ্য ইজরায়েলে একটি রকেট ছোঁড়া হয়। সেটি একটি বাড়িতে গিয়ে পড়ে। এই হামলায় ৭ জন আহত হয়েছেন। এর পরই তারা
হাসমাসের ঘাঁটি লক্ষ্য করে প্রত্যাঘাত শুরু করে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে,  শুক্রবার সন্ধ্যায় একাধিক বিস্ফোরণে আওয়াজ শোনা গিয়েছে বলে গাজার বাসিন্দারা জানিয়েছেন।

ইহুদিবাদী ইসরায়েলের এই হামলায় অনেক হতাহতের ঘটনা ঘটবে বলে ধারণা করছে গণমাধ্যমগুলো।

সূত্র: আল-আর‌্যাবিয়া

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ