মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ।। ৩ বৈশাখ ১৪৩১ ।। ৭ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
আজমিরীগঞ্জে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কমিটি গঠন উদীচীর কর্মকাণ্ডে আইনশৃঙ্খলা বাহিনী বিব্রত: ডিএমপি অনলাইন নিউজ পোর্টালের বিজ্ঞাপন নীতিমালা শিগগিরই বাস্তবায়ন : তথ্য প্রতিমন্ত্রী ইরানের হামলা ঠেকাতে ইসরায়েলকে সহায়তা করা নিয়ে যা বলছে সৌদি মিয়ানমারের আরও ১৩ সীমান্তরক্ষী পালিয়ে বাংলাদেশে শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারে যোগদান করলেন মুফতি মকবুল হোসাইন কাসেমী খুলনায় ইসলামী ছাত্র আন্দোলন নেতার হাত-পা বাঁধা লাশ উদ্ধার নেতানিয়াহু এ যুগের হিটলার: ওবায়দুল কাদের কোথায় ভর্তি হবেন? আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.-এর ৪ নসিহত আজ বাদ মাগরিব ‍উত্তরা জামিয়াতুন নূর আল কাসেমিয়ায় ইসলাহী বয়ান করবেন শায়খ ইব্রাহিম আফ্রিকী

রাখাইনে বেসামরিকদের ওপর সেনা হামলায় জাতিসংঘের 'উদ্বেগ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারের রাখাইনে বেসামরিক নাগরিকদের ওপর দেশটির সেনাবাহিনীর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার কমিশন। বুধবার রাখাইনে সেনাবাহিনীর হেলিকপ্টার দিয়ে চালানো হামলায় ৬ রোহিঙ্গা নিহত ও অপর ৯ জন আহতের ঘটনায় এই উদ্বেগ জানালো সংস্থাটি।

সম্প্রতি রাখাইনে আরাকান আর্মি নামের সশস্ত্র বিদ্রোহীদের বিরুদ্ধে সংঘাতে লিপ্ত হয়েছে সেনাবাহিনী। এই সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা স্থানীয় বৌদ্ধ জাতিগোষ্ঠী থেকে আসা। সর্বশেষ বুধবার বুথিডাউং এলাকার একটি গ্রামে আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে হেলিকপ্টার দিয়ে হামলা চালায় সেনাবাহিনী। এতে রোহিঙ্গা জনগোষ্ঠীর ৬ জন নিহত ও অপর ৯ জন আহত হয়েছেন।

শুক্রবার জাতিসংঘের মানবাধিকার কমিশনারের নারী মুখপাত্র রাভিনা শামদাসানি বেসামরিক নাগরিকদের ওপর বিদ্রোহী ও সেনাবাহিনীর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, বেসামরিক হত্যা, বাড়িঘরে অগ্নিসংযোগ, বেপরোয়া গ্রেফতার, গুম, বেসামরিক এলাকায় নির্বিচার গুলি ও সাংস্কৃতিক স্থাপনা ধ্বংসের গ্রহণযোগ্য খবর পাওয়া যাচ্ছে।

সরেজমিন সূত্রের বরাত দিয়ে রাভিনা জানান, বুধবার একটি গ্রামে হামলায় ৭ জন নিহত হয়েছেন। দুটি হেলিকপ্টার থেকে ধানক্ষেতে ও রাখালদের ওপর গুলি করা হয়েছে। আগের সংঘর্ষের সময় আশ্রয় নেওয়া কয়েক হাজার রোহিঙ্গা এই এলাকায় বাস করছেন।

মুখপাত্র বলেন, সম্প্রতি রাখাইন রাজ্যে সংঘর্ষ বৃদ্ধির ঘটনায় আমরা গভীর উদ্বিগ্ন। মিয়ানমার সেনাবাহিনী ও সশস্ত্র বিদ্রোহীদের বেসামরিকদের ওপর হামলার নিন্দা জানাচ্ছি। আন্তর্জাতিক সম্প্রদায় যখন মিয়ানমার সেনাবাহিনীর আগের অপরাধের বিচার নিশ্চিতে কাজ করছে, তখন তারা আবারও নিজেদের বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালিয়েছে, যা যুদ্ধাপরাধ হতে পারে।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ