রবিবার, ০৪ মে ২০২৫ ।। ২১ বৈশাখ ১৪৩২ ।। ৬ জিলকদ ১৪৪৬


সাভারে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাভারে সেচ্ছাসেবকলীগ নেতা হুমায়ন কবির সরকারকে ‘কুপিয়ে হত্যার’ দুই দিন পার হলেও তার লাশের কোনো সন্ধান পাওয়া যায়নি।

গতকাল শুক্রবার রাতে দুর্বৃত্তদের ব্যবহৃত নৌকার মাঝি ও তার সহকারীকে আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হুমায়ুন কবির সরকারকে হত্যাকাণ্ডের বিষয়ে স্বীকারোক্তি মূলক জবানবন্দী দিয়েছেন।

নিখোঁজ হুমায়ন কবির সরকার তেতুঁলঝোড়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি এবং স্থানীয় রাজফুলবাড়ীয়া এলাকার বাসিন্দা।

নিখোঁজ হুমায়নের স্ত্রী শিল্পী বেগম বলেন, ‘বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে স্থানীয় আমিনুল, পারভেজ, আলম, আলমগীর, শুকুর ও হান্নান আমার স্বামীকে মোবাইলে কল করে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে তাকে স্থানীয় মাছ বাজারে নিয়ে গিয়ে ১০ থেকে ১২ জন মিলে কুপিয়ে হত্যার চেষ্টা করে।’

তিনি আরও বলেন, ‘এ সময় তাদের হাত থেকে বাঁচতে কবির পাশের বংশী নদীতে ঝাপ দেয়। পরে ট্রলারে করে সন্ত্রাসীরা নদীতে গিয়েও তাকে কুপিয়ে এবং টেটা দিয়ে খুঁচিয়ে হত্যা করলে তার লাশটি নদীতে তলিয়ে যায়।’

ঘটনার পর থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা তার লাশ উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান বলেন, ‘সেচ্ছাসেবকলীগ নেতাকে হত্যার ঘটনায় তার ভাই বাদী হয়েএকটি মামলা দায়ের করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ