শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


ভুয়া গ্রুপ খুললে যা করবে ফেসবুক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যেসব ফেসবুক গ্রুপ থেকে ভুয়া খবর ছড়ানো হবে সেসব গ্রুপের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

দ্য ভার্জে প্রকাশিত এক সংবাদে দেখা যায়, ফেসবুকে ভুয়া সংবাদ বা কনটেন্ট ছড়িয়ে পড়া ঠেকানোর জন্য ফেসবুক বেশ কিছু আপডেট আনছে। ফেসবুক গ্রুপগুলোর জন্য বিশেষ নিয়মকানুনও চালু করছে ফেসবুক।

কোনো গ্রুপের বিরুদ্ধে যদি বারবার ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগ আসে তবে সেই গ্রুপের পোস্ট ফেসবুকের নিউজ ফিডে কম দেখানো হবে। এসব গ্রুপের এডমিনদের বিরুদ্ধেও নেয়া হবে ব্যবস্থা।

এছাড়াও ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, নিউজ ফিডে কোনো বিষয় দেখানোর ক্ষেত্রে এখন নতুন নিয়ম অনুসরণ করবে তারা। এক্ষেত্রে ওই বিষয়ের প্রকাশক গুরুত্বপূর্ণ কি না, তা বিবেচনা করবে তারা। অনেকটা গুগলের মতো নিয়ম অনুসরণ করবে ফেসবুক।

আরএম/


সম্পর্কিত খবর