বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


সুদানের সামরিক শাসককে সৌদি আরবের সমর্থন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রেসিডেন্ট ওমর আল বশির সরকারকে ক্ষমতাচ্যুত করার পর সুদানের অন্তর্বর্তীকালীন সামরিক পরিষদের নেয়া পদক্ষেপগুলোর প্রতি সমর্থন জানিয়েছে সৌদি আরব।

গত শনিবার এক বিবৃতিতে সৌদি নেতৃবৃন্দ সুদানের জনগণ ও সামরিক পরিষদের প্রতি নিজেদের সমর্থনের কথা জানায়।

সৌদি আরবের প্রেস এজেন্সির বরাতে জানা যায়, সুদানি জনগণের জীবন ও সম্পদ সুরক্ষায় অন্তর্বর্তীকালীন সামরিক পরিষদ যেসব উদ্যোগ নিয়েছে, তার প্রতি রিয়াদের সমর্থন রয়েছে বলে  জানিয়েছে সৌদি আরব।

এসময়ে উন্নয়ন ও সমৃদ্ধির জন্য জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে সুদানিদের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

এছাড়া সুদানি জনগণকে পেট্রোলিয়াম পণ্য, গম ও ওষুধসহ মানবিক সহায়তা দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।

এদিকে অস্থায়ী বেসামরিক সরকার গঠন করতে বিরোধী নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন সুদানের নতুন সামরিক শাসক। তিনি ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ওমর আল বশির সরকারকে পুরোপুরি উচ্ছেদের প্রতিশ্রুতি দিয়েছেন।

লেফটেন্যান্ট জেনারেল আবদেল ফাত্তাহ আবদের রহমান বলেন, অন্তর্বর্তীকালীন সামরিক পরিষদ দুই বছর ক্ষমতায় থাকবে। কিন্তু বিক্ষোভকারীরা আরও দ্রুত পরিবর্তন দাবি করছেন।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ