বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ।। ১১ বৈশাখ ১৪৩১ ।। ১৫ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ইরান-পাকিস্তানের ঢাবিতে বৃষ্টির জন্য ‘সালাতুল ইসতিস্কা’র অনুমতি দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘বৃষ্টির জন্যে সালাত আদায় করলেই অবশ্যম্ভাবী বৃষ্টি চলে আসবে—বিষয়টা তা নয়’ মালয়েশিয়ার সিটি ইউনিভার্সিটিতে সম্পন্ন হলো বিয়াম'র চ্যাপ্টার কমিটি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত জ্যামাইকার আগামীদিনে বিশ্বের মধ্যে অন্যতম স্মার্ট হবে দেশের হজ ব্যবস্থাপনা: ধর্মমন্ত্রী সকালে ইসতিসকার নামাজ আদায়, রাতেই নামল স্বস্তির বৃষ্টি চাঁদ মামার বয়স হয়েছে! চাঁদের বয়স কত? বিশেষ ট্রেনের ৩ বগি লাইনচ্যুত, চট্টগ্রাম-কক্সবাজার যোগাযোগ বন্ধ বাড়তে পারে তাপমাত্রা, দুপুরের মধ্যেই ঝড়-বৃষ্টির আভাস

বাল্যবিয়ের দায়ে বরকে ১৫ দিনের কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর দোহার উপজেলায় বাল্যবিয়ের দায়ে বরকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বৃহস্পতিবার (১৮ এপ্রিল) নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দোহার উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আক্তার রিবা এ দণ্ড দেন। বরের নাম শেখ ফয়সাল (২১)।

দোহার উপজেলার সোনারবাংলা গ্রামে ফয়জুলের বাড়িতে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের বিয়ের কাবিননামা দেখতে চান। এ সময় কাবিননামা দেখাতে না পারায় বর ফয়সালকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় বলে পুলিশ সূত্র থেকে জানা যায়।

বয়স কম হওয়ায় তারা কাবিন না করে নোটারি পাবলিকে মাধ্যমে হলফনামা সূত্রে বৈবাহিক সম্পর্ক গড়েন। ফরিদপুর জেলার বিলভরা গ্রামের শেখ রফিকের মেয়ে সামিয়াকে (ছদ্মনাম) সাথে ওই দিনই ১৮ এপ্রিল বিয়ে করেন ফয়সাল।

পরে উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আক্তার রিবা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্যবিয়ের অভিযোগে বাল্যবিবাহ আইন ২০১৭-৭ (১) ধারায় বরকে ১৫ দিনের কারাদণ্ড দেন। একই সঙ্গে সামিয়াকে তার পিতা-মাতার কাছে বুঝিয়ে দেয়া হয়।

এছাড়া বিয়ের ক্ষেত্রে শুধুমাত্র হলফনামার কোনো বৈধতা নেই উল্লেখ করে এ ধরনের হলফনামা বিশ্বাস করে কেউ যেন বিবাহ বন্ধনে আবদ্ধ না হয় সে জন্য সবাইকে সচেতন হতে বলেও জানান নির্বাহী অফিসার।

আরএইচ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ