বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


শ্রীলঙ্কায় ইস্টার সানডের অনুষ্ঠানে ভয়াবহ হামলা, আহত ১৫০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:শ্রীলঙ্কার দুইটি চার্চে ও কয়েকটি হোটেলে বিস্ফোরণ ঘটেছে বলে জানা যায়। খবর এএফপির।

খবরে বলা হয়েছে, খ্রিস্টানদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে চলাকালীন দুটি চার্চে বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণে আহত অন্তত ৮০ জনকে দেশটির রাজধানী কলম্বোর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেশটির পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, হামলায় আরো আহত অনেককে হাসপাতালে নিয়ে আসা হচ্ছে।

শ্রীলঙ্কার পুলিশ জানায়, রাজধানীর কোচচিকেডে সেন্ট অ্যান্থনি চার্চ ও কাতুভপটিয়ায় একটি চার্চে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

পুলিশ আরো জানায়, কলম্বিয়ার সাংগ্রি-লা হোটেল এবং কিংবেরি হোটেলেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

দেশটির স্থানীয় গণ মাধ্যমের খবরে বলা হয়েছে, বিস্ফোরণে অন্তত ১৫০ জনের বেশি আহত হয়ে। আহতের সংখ্যা আরো বাড়তে পারে।

তথ্যসূত্র: এএফপির, বিবিসি।

আরএম/


সম্পর্কিত খবর