বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দেয়াল ধস, নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জে জেলার রূপগঞ্জ উপজেলার একটি বাসায় গ্যাসের সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন।

২১ এপ্রিল (রোববার) দিবাগত রাত সোয়া তিনটার দিকে উপজেলার থানার ভুলতা এলাকায় বিস্ফোরণে দেয়াল ধসে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- রাকিব(২৫) ও শামীম (৩০)। আহতরা হলেন- লিয়াকত (৩৫), আরিফুল (৩৬), হজরত আলী (৩০) ও তরিকুল (২৮)।

হতাহত ব্যক্তিরা তৈরি পোশাক কারখানায় কাজ করতেন। ভুলতা এলাকায় একটি বাসা ভাড়া করে একসঙ্গে থাকতেন তারা। তাদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, বিস্ফোরণে ওই বাসার দেয়াল ধসে পড়ে। এতে চাপা পড়ে নিহত হন রাকিব ও শামীম। এ ছাড়া দেয়ালচাপায় আহত হন হজরত আলী ও তরিকুল। লিয়াকত ও আরিফুল বিস্ফোরণে দগ্ধ হয়েছেন।

উদ্ধারকারীদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, আজ সোমবার ভোর সাড়ে চারটার দিকে হতাহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। আহত ব্যক্তিদের মধ্যে দুজনকে বার্ন ইউনিটে ও দুজনকে ক্যাজুয়ালটিতে ভর্তি করা হয়েছে।

নিহত দুজনের লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে বলেও জানান মো. বাচ্চু মিয়া।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ