সোমবার, ০৫ মে ২০২৫ ।। ২২ বৈশাখ ১৪৩২ ।। ৭ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
০৫ মে শাপলা চত্বরে গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে:ছাত্র জমিয়ত বাংলাদেশ ‘অখণ্ড ভারত’ মতবাদ এই অঞ্চলের সার্বভৌমত্বের জন্য হুমকি ৫ মে ২০১৩: কী ঘটেছিল সেদিন ঢাকায়? আসুন, শাপলা হত্যার বিচার দাবিতে সোচ্চার হই মহাসমাবেশ পরবর্তী গুরুত্বপূর্ণ বৈঠকে হেফাজত নেতারা মাওলানা বুস্তানবীর ইন্তেকাল উম্মাহর জন্য বিশাল ক্ষতি: দেওবন্দের মুহতামিম রানীগঞ্জে জমিয়তের সঙ্গে সৈয়দ তামিম আহমদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘোড়ায় চড়ে হজ করতে এলেন চার ইউরোপীয় মুসলিম! প্রত্যাহার হচ্ছে হেফাজতের দুই শতাধিক মামলা, প্রক্রিয়া শুরু ৫ মে শাপলা গণহত্যার বিচার দাবি আলেমদের গণ্ডি পেরিয়ে সাধারণ মানুষের মধ্যে 

সেই পাকিস্তানি কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টাঙ্গাইলের গোপালপুরে পাকিস্তানি কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি আল-আমিনকে (২০) গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার (২৩ এপ্রিল) ভোরে সিরাজগঞ্জ র‌্যাব-১২ সদস্যরা কুড়িগ্রাম জেলার রাজিবপুর থানার পঞ্চনগর গ্রামের একটি বাসায় অভিযান চালিয়ে আল-আমিনকে গ্রেপ্তার করে র‌্যাব।

ওইদিন বিকেলে র‌্যাব-১২ সদর দপ্তরে র‌্যাব-১২ অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মোমেন এক সংবাদ সম্মেলনে বলেন, টাঙ্গাইলের গোপালুর থানার হুমায়ুন কবীর পাকিস্তানে থাকাকালীন পাকিস্তানি মহিলা নাগরিক নিলুফা ইয়াসমিনকে বিয়ে করেন। তাদের ঘরে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেন।

পাঁচ মাস আগে ওই পাকিস্তানি নারী মেয়ে হুমায়রা বাবুকে (১৭) নিয়ে ভাসুর আবুল হোসেনের বাড়িতে বেড়ে আসেন। বাড়িতে থাকাকালীন ভাসুরের ছেলে আল-আমিন কিশোরী হুমায়ুরা বাবুকে নানাভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিল।

এ অবস্থায় ১৬ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে কিশোরী মেয়েটি প্রাকৃতিক ডাকা সাড়া দিতে ঘরের বাইরে বের হলে আল-আমিন তার তিন সহযোগী অপহরণ করে নিয়ে যায়। পরদিন ১৭ এপ্রিল আল-আমিন বিয়ের প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে হুমায়রাকে নির্যাতন করেন। পরে জামালপুরের সরিষাবাড়ী থানার মহিষাকান্দি থেকে তাকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে গোপালুর থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশের পাশাপাশি র‌্যাব-১২ সদস্যরা বিভিন্নস্থানে আসামি ধরতে অভিযান চালায়। ২৩ এপ্রিল র‌্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১২ সদস্যরা কুড়িগ্রামের রাজিপুর থানার পঞ্চনগর থেকে আল-আমিনকে গ্রেপ্তার করা হয়।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ