বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১১ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
‘মানতিক; যুগের চাহিদার সাথে মিলে না’ এ ধরেণের কথা অযৌক্তিক: মুফতি হিফজুর রহমান দাওরায়ে হাদিসের ফলাফল নজরে সানীর আবেদনের সময় বাকি ৩ দিন  বৃষ্টি প্রার্থনায় জামিয়াতুল আবরার রাহমানিয়ায় ‘সালাতুল ইস্তিসকা’  আদায় হাসপাতালে সৌদি বাদশাহ সালমান সোস্যাল মিডিয়ায় প্রচারিত পাঠ্য তালিকার সাথে বেফাকের পাঠ্য তালিকার সম্পর্ক নেই: বেফাক সৈয়দপুরে তাপদাহে অতিষ্ঠ মানুষ, ‘হিটস্ট্রোকে’ ১ জনের মৃত্যু স্বর্ণের দাম আরও কমলো, ভরি ১ লাখ ১৪ হাজার ১৫১ টাকা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ইরান-পাকিস্তানের ঢাবিতে বৃষ্টির জন্য ‘সালাতুল ইসতিস্কা’র অনুমতি দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘বৃষ্টির জন্যে সালাত আদায় করলেই অবশ্যম্ভাবী বৃষ্টি চলে আসবে—বিষয়টা তা নয়’

নেত্রকোনায় গৃহবধূকে পিটিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় যৌতুকের টাকা দিতে না পারায় পারমিনা আক্তার (২৮) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

আজ শুক্রবার (২৬ এপ্রিল) ভোরে উপজেলার সিধলী পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত পারমিনার ভাই তরিকুল ইসলাম জানান, শফিকুল ইসলাম ও তার পরিবারের লোকজন যৌতুক লোভী। পারমিনাকে প্রায়ই যৌতুকের জন্য চাপ দিয়ে আসছিলেন। ইতোমধ্যে পারমিনা এক লাখ টাকা যৌতুক এনেও দিয়েছে তার স্বামীকে। তারা আরও এক লাখ টাকা যৌতুক দাবি করে। টাকা এনে দিতে রাজী না হওয়ায় স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন তাকে নির্যাতন করে আসছিলেন।

তারই জের ধরে শুক্রবার ভোরে তার স্বামীর বাড়ির লোকজন পারমিনাকে বেধরক পিটুনি দেয়। এতে পারমিনা মারা যায়। পারমিনার গলায়, বুকে ও শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী শফিকুল ইসলাম (৪৫) ও শ্বশুর তোরাব আলীকে (৭০) তাদের বাড়ি থেকে আটক করেছে পুলিশ।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজহারুল করীম বলেন, জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী ও শ্বশুরকে আটক করা হয়েছে। তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ