শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


‘রমজানের পবিত্রতা রক্ষায় ঘুষ, দুর্নীতি, মজুতদারী, অশ্লীলতা বন্ধ করুন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:

খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, দুর্বিষহ পরিস্থিতির মধ্য দিয়ে দেশবাসী মাহে রমজানকে স্বাগত জানাচ্ছে।

মাহে রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য বৃদ্ধি করে দেয়া হচ্ছে। রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস-পানির তীব্র সংকট চলছে। সর্বত্র অশ্লীলতা বেহায়পনার ছয়লাব চলছে। মাদকের ছড়াছড়ি, ঘুষ, দুনীর্তি চরম আকার ধারণ করেছে। মাহে রমজানের পবিত্র রক্ষায় ঘুষ, দুর্নীতি, মজুতদারী, অশ্লীলতা- বেহায়পনা বন্ধ করতে হবে। মানুষের নিরাপত্তা ও নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে।

বাংলাদেশের দিকে ধাবমান প্রচন্ড শক্তিশালী ঘুর্ণিঝড় ‘ফণী’র সম্ভাব্য ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেতে মহান আল্লাহর সাহায্য চাইতে হবে। আল্লাহর কাছে বেশী বেশী তাওবাহ-ইসতেগফার করতে হবে। আসন্ন মাহে রমজানের পবিত্র রক্ষার দাবীতে খেলাফত মজলিস ঢাকা মহানগরী আয়োজিত মিছিল পরবর্র্তী সমাবশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আজ শুক্রবার ৩ মে বাদ জুম্মা বায়তুল মোকাররম উত্তর গেইট থেকে এক বিক্ষোভ মিছিল পল্টন মোড়ে এসে সমাবেশে মিলিত হয়। খেলাফত মজলিস ঢাকা মহানগরী সভাপতি শেখ গোলাম আসগরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আজীজুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্মমহাসচিব মাওলানা আহমদ আলী কাসেমী।

কেন্দ্রীয় বায়তুলমাল ও আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মুহাম্মদ মিজানুর রহমান, অধ্যাপক মুহাম্মদ আবদুল জলিল, মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি ইলিয়াস আহমদ, সেক্রেটারী জেনারেল মনসুরুল আলম মনসুর, খেলাফত মজলিস ঢাকা মহানগরীর সহসভাপতি মোঃ জহিরুল ইসলাম, এডভোকেট তাওহিদুল ইসলাম তুহিন প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ