শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


দেশের মধ্যাঞ্চল অতিক্রম করছে ঘূর্ণিঝড় ফণী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঘূর্ণিঝড় ফণী এখন দেশের ফরিদপুর-ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে। এসব এলাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬২ থেকে ৮৮ কিলোমিটার বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।

আজ শনিবার সকাল ১০ টায় আবহাওয়া অফিসে সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন পরিচালক সামছুদ্দিন আহমেদ।

তিনি আরো জানান, ঘূর্ণিঝড়টি আরো ৫ থেকে ৬ ঘন্টা বাংলাদেশে অবস্থান করবে। ফণীর প্রভাবে সারাদেশে ভারি বৃষ্টি হচ্ছে। আজ সারাদিনই ঝড়ো হাওয়া অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এর প্রভাবে রোববার বিকেল পর্যন্ত সারাদেশে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে।

ভোর ৬ টার দিকে ঘূর্ণিঝড়টি সাতক্ষীরা, যশোর, খুলনায় প্রবেশ করে। আবহাওয়া অফিস জানিয়েছে, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে সাত নম্বর বিপদ সংকেত বহাল রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ