শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


বেত্রাঘাতে ছাত্রের চোখ নষ্ট, প্রধান শিক্ষক গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পড়া দিতে না পারায় শিক্ষকের বেত্রাঘাতে ষষ্ঠ শ্রেণির ছাত্র  রিফাত মিয়ার চোখ নষ্ট হয়ে গেছে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বুধবার দুপুর ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন এলাকা থেকে সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

জানা যায়, গত ১০ এপ্রিল নবীনগর উপজেলার বিদ্যাকুট অমর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র রিফাত মিয়া ক্লাসে পড়া না পারায় বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক মুহাম্মদ জাবেদ মিয়া তাকে বেত্রাঘাত করে। সে সময় রিফাতের বাম চোখে বেতের আঘাত লাগে।

তাকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় রেফার্ড করেন। রিফাতের চোখ ভালো হওয়ার সম্ভাবনা খুব কম বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এ ঘটনায় রিফাতের বাবা সিজিল মিয়া অভিযুক্ত শিক্ষক মুহাম্মদ জাবেদ মিয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ও ম্যানেজিং কমিটির সভাপতি সফিকুল ইসলামের বিরুদ্ধে নবীনগর থানায় মামলা দায়ের করেন।

নবীনগর থানার ওসি (তদন্ত) রাজু আহম্মেদ প্রধান শিক্ষক মুহাম্মদ রফিকুল ইসলামের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ