শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


রমজানে ভারতজুড়ে 'রুহ আফজা' গায়েব?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র রমাজন মাসকে সামনে রেখে পুরো ভারতে 'রুহ আফজা' উধাও হয়েছে। রুহ আফজার আকাশ ছোঁয়া চাহিদার সময়েই রোজাদাররা তা পাচ্ছেন না। খবর বিবিসি-এর।

রুহ আফজার সবচেয়ে বেশি বিক্রি হয় এই রমজানের মাসে ৷ গরমের কারণেও বছরের বেশিরভাগ সময়ই রুহ আফজার চাহিদা থাকে আকাশছোঁয়া ৷

এদিকে বাজার থেকে রুহ আফজা নিখোঁজ হওয়ার রহস্য কী তা নিয়ে সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডে পরিণত হয়েছে।

রুহ আফজা প্রস্তুতকারক সংস্থা হামদর্দের মালিক পক্ষের মধ্যের বিবাদই রুহ আফজার না পাওয়ার কারণ হিসেবে উল্লেখ করছেন অনেকে ৷ এই বিবাদই রুহ আফজা উৎপাদনে প্রভাব ফেলেছে বলে দাবি বিক্রেতাদেরও ৷

অন্যদিকে, সংস্থার তরফে এই তথ্য সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে ৷ তাদের দাবি, রুহ আফজা উৎপাদনের কিছু গুরুত্বপূর্ণ হার্বাল প্রোডাক্ট না মেলাতেই এই বিপত্তি ৷ এক সপ্তাহের মধ্যেই চাহিদা মতো রুহ আফজার যোগান দিয়ে এই অভাব পূর্ণ করে পরিস্থিতি সামাল দেওয়ার আশ্বাস দিয়েছেন হামদর্দ সেলস এবং মার্কেটিং চিফ মনসুর আলি ৷

সূত্র: বিবিসি উর্দু

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ