শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


বান্দরবানে বোমা বিস্ফোরণে ১ সেনা সদস্য নিহত, আহত ৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বান্দরবানে সোয়ালোক ইউনিয়নের আমতলী এলাকায় বোমা বিস্ফোরণে ১ সেনা সদস্য নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো আটজন।

আজ শুক্রবার বেলা ১১টার দিকে সেনাবাহিনীর ভারি অস্ত্রের ফায়ারিং রেঞ্জে পরিত্যক্ত শেল (বোমা) বিস্ফোরণে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আাগামীকাল শনিবার বিকেলে ওই এলাকায় ফায়ারিং হওয়ার কথা ছিল। এ উপলক্ষে তারা ঝোপ-জঙ্গল পরিস্কার করতে গেলে হঠাৎ এ ঘটনা ঘটে।

হতাহত সেনা সদস্যরা কুমিল্লা সেনানিবাসের ১৬-প্যারা ব্যাটালিয়নের সদস্য। নিহত সেনা সদস্যের নাম জাহিদুল ইসলাম (২৯)। আহতরা হলেন- সৈনিক আসাদ, নিপুন চাকমা, রাজু, হাসান, তারেকুল, মোস্তাফিজ ও আরিফ।

হতাহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে পার্শ্ববর্তী চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির বাইতুল ইজ্জত ট্রেনিং সেন্টারে নেয়া হয়। পরে সেখান থেকে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হয়েছে।

বান্দরবানের পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বর্তমানে ঐ স্থানটি সেনা সদস্যরা ঘিরে রেখেছে।

স্থানীয় ইউপি সদস্য আছুমং জানিয়েছেন, তারা বড় ধরনের বিস্ফোণের শব্দ শুনেছেন। এর পর হতাহতদের নিয়ে যেতে দেখেছেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ