শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ‘১০ম হিফজুল কুরআন অ্যাওয়ার্ড’ প্রোগ্রাম অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর বসুন্ধরায় তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন এর উদ্যোগে ‘১০ম হিফজুল কুরআন অ্যাওয়ার্ড’ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকাল ৮টায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে এ অনুষ্ঠিত হয়।

জানা যায়, তানযীমুল উম্মাহ’র দেশব্যাপী শাখাসমূহের ২৩৮ জন শিক্ষার্থীর কুরআনুল কারিম হিফজ সমাপন উপলক্ষে আয়োজিত এ প্রোগ্রামে হাফেজ শিক্ষার্থী ও তাদের পিতা-মাতাদেরকে সংবর্ধনা প্রদান করা হয়।

তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মাদ ইকবাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন , তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. আব্দুল্লাহ আল মামুন।

শিক্ষার্থীদেরকে সবক প্রদান করেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের সভাপতি হাফেজ আব্দুল হক।

এতে মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাইয়্যেদ কামাল উদ্দীন জাফরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বিশিষ্ট বিজ্ঞানী ড. চৌধুরী মাহমুদ হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর ড. মুহাম্মদ আব্দুর রশীদ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এ.বি.এম হিযবুল্লাহ।

মিসবাহুল উলুম কামিল মাদরাসার প্রিন্সিপাল মুহাম্মাদ শাহজাহান আল মাদানী, তা’মিরুল মিল্লাত কামিল মাদরাসার প্রিন্সিপাল ড. মুফতি আবু ইউছুফ খান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইমাম ও খতিব মুফতি মুহিব্বুল্লাহ বাকী নদভী, হাফেজ আতাউল্লাহ হাফেজ্জী।

-এএ


সম্পর্কিত খবর