বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ।। ১১ বৈশাখ ১৪৩১ ।। ১৫ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
সৈয়দপুরে তাপদাহে অতিষ্ঠ মানুষ, ‘হিটস্ট্রোকে’ ১ জনের মৃত্যু স্বর্ণের দাম আরও কমলো, ভরি ১ লাখ ১৪ হাজার ১৫১ টাকা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ইরান-পাকিস্তানের ঢাবিতে বৃষ্টির জন্য ‘সালাতুল ইসতিস্কা’র অনুমতি দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘বৃষ্টির জন্যে সালাত আদায় করলেই অবশ্যম্ভাবী বৃষ্টি চলে আসবে—বিষয়টা তা নয়’ মালয়েশিয়ার সিটি ইউনিভার্সিটিতে সম্পন্ন হলো বিয়াম'র চ্যাপ্টার কমিটি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত জ্যামাইকার আগামীদিনে বিশ্বের মধ্যে অন্যতম স্মার্ট হবে দেশের হজ ব্যবস্থাপনা: ধর্মমন্ত্রী সকালে ইসতিসকার নামাজ আদায়, রাতেই নামল স্বস্তির বৃষ্টি চাঁদ মামার বয়স হয়েছে! চাঁদের বয়স কত?

কৃষকদের বড় অঙ্কের ভর্তুকি দিতে চরমোনাই পীর সাহেবের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মু. রেজাউল করীম বলেছেন, দেশব্যাপী কৃষকরা আর্তনাদ করছে। ধান ফলিয়ে ন্যায্য মূল্য পাচ্ছে না। সিন্ডিকেটের মাধ্যমে নানা হয়রানীর শিকার হচ্ছে কৃষকরা।

দিন দিন কৃষিপণ্যের দাম কমে যাওয়ায় কৃষিকাজ ও উৎপাদনে আগ্রহ হারাচ্ছে কৃষকরা। এমন পরিস্থিতি দেশকে চরম ঝুঁকিতে ফেলবে। এ সমস্যার আশু সমাধান না হলে দেশ কঠিন খাদ্য সংকটে পড়বে।

আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই এসব কথা বলেন।

পীর সাহেব চরমোনাই বলেন, বিদেশ নির্ভর স্বার্থান্বেষী একটি সিন্ডিকেট অধিক মূল্যে বিদেশ থেকে চাল, ডাল ও গমসহ নানা কৃষিপণ্য আমদানি করে কোটি কোটি টাকা আত্মসাৎ করছে। এ সিন্ডিকেট ও নির্দিষ্ট একটি দলের ক্যাডাররা পরিকল্পিতভাবে বাজার নিয়ন্ত্রণ করছে। যার ফলে সাধারণ কৃষকরা উৎপাদিত পণ্য বিক্রি করে মূল পুঁজি নিয়ে ঘরে ফিরতে পারে না।

তাই সিন্ডিকেট ভেঙ্গে ধানসহ সকল কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। এ অবস্থা নিরসনে কৃষকদের বড় অঙ্কের ভর্তুকি দিতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ