শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


মাসে ৩৫ হাজার টাকা সম্মানী চান মুক্তিযোদ্ধারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি প্রদান ও মাসিক সম্মানী ভাতা ৩৫ হাজার টাকা দেওয়ার দাবি জানিয়েছে জাতীয় সম্মিলিত মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন।

আজ রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে এ সব দাবি জানান তারা।

সংগঠনের মহাসচিব বাবুল চিশতি বলেন, খন্দকার মোশতাক আহমদ ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কাজ করেছেন।

ক্ষমতায় এসে তারা মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন পর্যন্ত করেনি। কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি দেন।

তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধাদের কল্যাণে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করছেন। তারপরও কষ্ট করে জীবন-যাপন করছেন মুক্তিযোদ্ধারা। তাই দ্রুত মুক্তিযোদ্ধাদের কষ্ট দূর করতে সাংবিধানিক স্বীকৃতি প্রদান ও মাসিক সম্মানী ভাতা ৩৫ হাজার টাকা দেয়ার আহ্বান জানান তিনি।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের মহাসচিব মুক্তিযোদ্ধা জি কে বাবুল চিশতি। এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের উপদেষ্টা শফি উদ্দিন ভূঁইয়া প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ