শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


হেযবুত তাওহীদ নিষিদ্ধের দাবী-ইসলামি আকিদা সংরক্ষণ কমিটির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হেযবুত তাওহীদ নিষিদ্ধের দাবী করেছেন ইসলামি আকিদা সংরক্ষণ কমিটি।

আজ সোমবার (২০ মে) রাজধানীর পল্টনস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ইসলামি আকিদা সংরক্ষন কমিটির নেতৃবৃন্দ এক সংবাদ সম্মেলনে এ দাবী জানান।

ইসলামি আকিদা সংরক্ষন কমিটির আহবায়ক মুফতি রেজওয়ান রফিকির সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, হিযবুত তাওহীদ একটি ভ্রান্ত ইসলাম বিনাশী অপশক্তি। ইসলাম এর ভুল ব্যাখ্যা দিয়ে সহজ সরল মুসলমানদের বিভ্রান্ত করছে তারা।

প্রতিনিয়ত মসজিদ-মাদরাসা, আলেম-ওলামার বিরুদ্ধে বিশোদগার করছে। ফলে হাজার বছর থেকে চলে আসা আমাদের সামাজিক শৃঙ্খলা, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের পাশাপাশি মুসলমানগণ ঈমান হারা হচ্ছেন।

নেতৃবৃন্দ বলেন, এটা মুসলিম জাতি হিসাবে আমাদের জন্য যেমন ভয়াবহ বিপদ ডেকে আনবে তেমনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্যও হুমকির কারণ হয়ে দাঁড়াবে। তাই অবিলম্বে ভ্রান্ত এই সংগঠনটি নিষিদ্ধ করার জন্য নেতৃবৃন্দ সরকারের প্রতি জোর দাবী জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়া, মাওলানা গাজী ইয়াকুব, মুফতী লুৎফুর রহমান ফরায়েজী, মাওলানা আতাউর রহমান আতিকী, মাওলানা মিজানুর রহমান হানাফী, মুফতি শামসুদ্দুহা আশরাফী, মাওলানা খলিলুর রহমান, মুফতি ইউসুফ মাহমুদী, মুফতি রেজাউল করীম আবরার, মুফতি রফী উদ্দীন মাহমুদ নূরী, মাওলানা আব্দুল গাফফারম, মুফতি উবায়দুল্লাহ শাকির, মাওলানা তোফায়েল গাজালি, মুফতি আব্দুল্লাহ ইদরীস, মুফতি আহমদ ঈসা প্রমুখ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ